অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘দ্রব্যমূল্য আস্তে আস্তে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে চলে গেছে। আমার মনে হয়, দৃশ্যমান কিছু কাজ এখানে করা উচিত। বড় বড় ব্যবসায়ী যাঁরা আছেন, যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা উচিত।’
শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আন্দালিব রহমান পার্থ।