দূর্গাপূজাকে সামনে রেখে সদর দক্ষিণে আইন শৃংখলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
শুক্রবার সন্ধায় পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া ও পশ্চিম বটগ্রাম পূজা মন্দির পরিদর্শন করেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ,মুহাম্মদ রফিকুল ইসলাম৷, ও বিএনপি নেতা শাহাদাৎ আলী, জামাল উদ্দিন, আব্দুল মমিন মেম্বার, জামাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা সাজ্জাদুর রহমান সজীব, কামরুল হাছান, আকবর হোসেন, ফয়েজ দেলোয়ার সহ অন্যান্যরা।
এসময় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ও বিএনপি নেতাকর্মীরা পূজা উদযাপনে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে আশ্বস্ত করে বলেন উতসব উতসবের মতই হবে।